আট-ই ফাল্গুন
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন ১১-১১-২০২৪
শফিক,সালাম,রফিক,বরকত ও জব্বার,
তারা মোদের বাংলা ভাষার গর্ব-অহংকার।
তাদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি বাংলা ভাষা,
যে ভাষায় করি ভাব বিনিময়,মিটে হৃদয়ের প্রেম-পিপাসা।
এই ভাষা মোর মায়ের ভাষা,মা যে মধুর ডাক,
অন্য ভাষায় মিটেনা আশা,হয়ে যাই নির্বাক।
যত বলি,তত গলি,প্রাণে প্রাণে মিশে রয়,
কাব্য-গানে,গল্প-কথায় সদা মুগ্ধ হৃদয়।
বীর শহীদেরা এই ভাষার লাগি,করিছে আত্ম দান,
তোরা কেরে ঐ বাংলিশ সাজিস,শহীদের করি অপমান।।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।