মিথ্যে বিভেদ
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

লা-ইলাহা ইল্লাল্লাহ বলে এনেছি যে ঈমান,
একটাই পরিচয় আমার,আমি মুসলমান।
তবে কেন এত পার্থক্য খোঁজ,এত ভেদা-ভেদ,
জাতিতে জাতি সম্প্রীতি ভেঙ্গে,সৃষ্টি করো বিভেদ।
শিয়া-সুন্নি,কুর্দি-রেজবি,আরও যত দল,
কে তোমাদের আল্লাহ‌-রাসূল?কার প্রেমে অটল।
হৃদয়ে পুষো কোন মন্ত্র,মগজে কিতাব খানা,
কোথায় তোমার আসল বাড়ী,তা কি আছে জানা?
একই আমাদের নামায-রোজা,একই কাপন-দাফন,
একই যদি হয় ফরজ-সুন্নাত,তবে কিসে বিভেদ মন।
এসো ভাই,এক হয়ে যাই,আল্লাহু আকবার বলে,
মতানৈক্য উপেক্ষা করে,শামিল-সত্য বাদীর দলে।
যুগে যুগে ধর্মান্ধরা,করে ধর্ম বেচা-কেনা,
ধর্ম ব্যাপারীর অতি ভক্তি,সহজে যায় চেনা।
পেট পূজারী ধর্ম পেশায়,গোমরাহির পথ পুষে,
সমাধান নয়,সান্ত্বনা দেয়,কুরআন হাদীস চুষে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।