আরাধনা-৩
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

অন্যায় যত করিয়াছি তবে
চাইছি আজ তার মার্জনা,
অন্যায় কাজে যেন নাহি বসে মন
এই শুধু মোর প্রার্থনা।

মোর কর্মে কভু যেন কেহ
নাহি পায় মনে ব্যথা,
মোর মুখে যেন কভু না ফোটে
ঘৃণ্য বাক্য-কটু কথা।

সবার কল্যাণে বিলাতে দাও
আমার ছোট্ট প্রাণ,
মোর আপন কণ্ঠে থাকুক সদা
মানব প্রেমের গান।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।