আরাধনা- ৪
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

মম শির নত করে দাও
তোমার পদ পরে,
উন্নত থাকুক সদা এ শির
ভুয়ো ঈশ্বর তরে।
স্রষ্টা তুমি, সৃজিলা আমায়
সেজদা তোমায় সাজে,
ধ্বংস কর ভুয়ো ঈশ্বর যত
জন্মেছে জগত মাঝে।
তোমার করুণায় বেঁচে যারা
তোমায় সঙ্গ ভাবে,
তাদের তুমি জ্বালাও প্রভু
মহা ধ্বংস অনুতাপে।
চিহ্নিত করার চক্ষু দাও
ভণ্ড পাপী খোদারে,
পদ ধূলায় পিষ্ট করিবার
সেই শক্তি দাও মোরে।
মন ভুলানো, ধর্মান্ধ মোহে
ভক্তি নাহি মিলে কভু,
শিরিক থেকে রক্ষা কর হে
আমায় তুমি, হে প্রভু।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।