আজকের দিন …
- সৌম্যকান্তি চক্রবর্তী

আজকের দিনটাই শুধু তোর নয় ,
সব দিনগুলোই তোকে দিলাম ...
প্রাণভরা বিশ্বাস আর প্রেম দিয়ে
বিনিময়ে তোর মন পেলাম ..

একফোঁটা অনুভূতি শুধু নয় ...
হেঁটেছি সমানুভূতির সরণী ,
তুই আমি আর আমাদের মাঝে
প্রেমের বিশল্যকরণী ...

তোর চিন্তা আমি করি আজ
তোর ব্যথায় ব্যথিত হই ,
তোর কষ্টের মর্ম বুঝি ..
তোর সুখে আজ সুখী হই !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।