আমি ফাঁসির মঞ্চে হাসতে শিখেছি
- রুহুল আমীন রৌদ্র

আমি ফাঁসির মঞ্চে হাসতে শিখেছি,
সত্যের পথে মরতে শিখেছি,
দেখেছি বিভীষিকাময় মৃত্যু যন্ত্রণা।
ক্ষুধার রণে,
পাথর বেঁধেছি উদরে সহস্রবার,
কালো সভ্যতার দূষিত পবন,
আমার নিত্য আপন,
ওহে দুঃশাসন, আমায় পুঁড়াতে এসো না,
মেলে শোষক লোচন।
আমি বাংলা মায়ের নির্ভেজাল দুগ্ধ পিয়েছি,
ধূলির সাথে খেলা করে,পেয়েছি পরম ধন,
ন্যায়ের পথে, ঝঞ্ঝা রথে,
আমার চির গমন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

১৩-০৩-২০১৬ ১৬:০০ মিঃ

অসাধারণ!

১১-০৩-২০১৬ ১৩:৪৮ মিঃ

দারুণ।