মা থেকে মম
- ফয়েজ উল্লাহ রবি
কোলে নিয়ে কুকুর ছানা
টেনে হিঁছরে যাদু সোনা
আধুনিকতায় মা থেকে মম
মা কি হতে পারে কভু যম।
মা নামটি মিষ্টি মধুর অতি
মা পারে না করতে সন্তানের ক্ষতি
বেহায়াপনায় হারায় জ্ঞান মতি
তাই সন্তানের হাতে বে-ইজ্জতি।
ওগো নারী, মা জননী শোন বলি কথা
সন্মান করো রক্ষা, হারাবেনা যথা-তথা,
সন্তানের বেহেস্ত তোমার পদ তলে
কেন তব, ভুল পথে যাও তুমি চলে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।