চাই না
- ফয়েজ উল্লাহ রবি

চাই না
- ফয়েজ উল্লাহ রবি

চাওয়ার ছিল অনেক, চাইবো না আর কখন
দাবী নিয়ে আসবো না আর কভু ভুলেও।
আছে যা আমার তাতে মুগ্ধ আমি আর কি চাই
পেয়েছি যা কম কিসে! ধন্য আমি তাই।
মসজিদ মন্দিরে মাথা ঠেকার বাকী কি রয়
অন্তরেতে কালিমা মেখে, দিল তো সাফ নয়
তাই দিনে দিনে শুধু পরাজয়ই প্রাপ্ত হয়।
বাধার দেয়াল ডিঙ্গিয়ে সাগর দিলাম পাড়ি
মিছেই মাঝে মাঝে তোমার সঙ্গে আড়ি,
নিঃস্ব আমি ক্ষুদ্র অতি তুমি বিশাল, ভারী
আমি কি কখন তোমার সঙ্গে পেড়ে উঠতে পারি।
বিশাল আকাশ মুক্ত বাতাস দিলে অসীম অবকাশ
সুপ্ত হৃদয়ে গেঁথে রাখি পারিনা করতে প্রকাশ
কি চেয়ে যে কি চাই বুঝিনা, সব যেন হাহাকার।
হাঁটু গেঁড়ে বসে মুক্ত করে হস্ত যুগল,
তবু যেন তুমি ! পাওনা তার আভাস।
তুমি অন্তরযামী রাখ অন্তরের খবর
চিৎকার করে বলবো না আর তোমার বরাবর।
চাওয়ার ছিল অনেক চাইবনা আর মিছে
সঙ্গে আছ তুমি সদা, তবু খুঁজি আমি পাছে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।