আশিকি-দুই
- ফয়েজ উল্লাহ রবি

সুখ তুমি দুঃখ তুমি তুমি কান্না হাসি
সত্যি করে বলছি শুধু তোমায় ভালবাসি
গান তুমি, সুর তুমি, তুমি তবলা বাঁশি
তাই তো বারেবারে তোমার দিকে ছুটে আসি।
উপন্যাস গল্প তুমি, তুমি কবিতা
তুমি আমার প্রেয়সী প্রিয় সবিতা
আকাশ তুমি বাতাস তুমি, তুমি বৃষ্টি
মেঘমালা বায়ু তুমি, তুমি অপরূপ সৃষ্টি।
রাত তুমি, তুমি দিন সকাল-দুপুর
সময় মাস বছর কাল, বাজে নূপুর।
সাগর নদ নদী তুমি গ্রাম্য পুকুর
তোমার জন্য বুকে ধুপুর ধুপুর।
জানি না তুমি আমায় ভালবাসা কি?
শুধু তুমিই আমার আশিকি।

শুক্রবার ২৮ ফাল্গুন ১৪২২,


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।