আবার
- ফয়েজ উল্লাহ রবি
এক ফালি রোদ
দোলা দেয় প্রতি রোজ
তুমি কি রাখ সখি কোন খুঁজ
আমি তো এখন রয়েছি অবুঝ।
কান্নারা বুকের গভীরে করে চিৎকার
মুখ ফুটে কি আছে বলার, শুধু হাহাকার !
বুঝেও না বুঝার করো অভিনয়, বার বার
এবার জেনে যাবে র'বে না গোপন, আড়ালে সবার
ফিরে আসবে তুমি জানি, হৃদয় মাঝে ফিরে আবার।
শুক্রবার ২৮ ফাল্গুন ১৪২২
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।