মুক্তি
- রফিকুল ইসলাম রফিক

নিরাপদ দূরত্ব বলে একটা কথা তো অাছেই
ছিলো চিরকাল, থাকবেও।
তবুও, দৌড়াতে হবে --সমানে সমান
এই ভেবেই নারী অাজ হয়ে গেছে উড়ন্ত পাখি
পুরুষ দিয়েছ সেই অাগুনে বাতাস
উড়ছে নরম নারী গরম বাতাসে।
তাই ও, হতে আর রাজী নয়
মেলে ধরা জোছনার অালো
বয়ে চলা নরম নদী
কেবল ভ্রুণ উৎপাদনের বীজতলা।

পাল্লা দিয়ে নারী তাই জীবনের মাঠে
ব্যর্থ নয় সফল প্রডাক্টিভ চাষী।
এতেও কী স্বস্তি মিলেছে নারীর?
পেরেছে কী ভিড়াতে তরী জীবনের সঠিক ঘাটে?

ছন্নছাড়া পুরুষ, সে কী ঘরে ফেরে কখনো?
ঘর চায় ঘরনীর ছোঁয়া
সন্তান চায় পিতা নয়- মমতাময়ী মায়ের মায়া
সেতো নারীতেই বিদ্যমান।
এই তৃপ্তি আর সুখময় বাধন ছিঁড়ে
মুক্ত নারী তবু পুরুষের সহায়ক ভূমিকায়।
মুক্ত হতে গিয়ে নারী পরেছে গলায় বাধনের মালা
মিটি মিটি হেসেছে পুরুষ।

নিরাপদ দূরত্ব বলে একটা কথা তো অাছেই
ছিলো চিরকাল, থাকবেও
তবুও চলবে জীবন
নারী অার পুরুষের সম্মিলিত প্রেমাসক্ত বাধনে
ভালোবাসায় নিপুণ ছোঁয়ায।
(প্রিয় পাঠক কাউকে ছোট বা হেয় করার জন্য অামার এই লেখা নয়)।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।