পরিমিতি
- রফিকুল ইসলাম রফিক
আকাশে আগুন বাতাসে আগুন
এমনকি মায়াময় এই মাটিতেও আগুন
সর্বোপরি জ্বলছে অাগুন মানুষের মন ও মননে
তবে কী পৃথিবী একদিন আগুন হয়ে যাবে!
উচ্চ তাপমাত্রা যখন সহ্য সীমান উপরে
এমনটিই মনে হয় তখন।
তাই জল চাই, বেসুমার জল।
সাগর, মহাসাগরসহ সকল জলাশয়ের জলেও কী
নিভানো যাবে এই দাউ দাউ জ্বলন্ত আগুন
বাঁচানো যাবে কী এই জীবন ও জগত সংসার!
অাবার যখন দেখি তাপমাত্রা হিমাংকের নিচে
মনে হয়, পৃথিবী কী হিমাগার হয়ে যাবে!
কী করে চলবে এই জগত সংসার?
এইভাবে চলে না। এ বরফ গলানো দরকার।
চাই বরফ গলা জল- আগুন নেভাতে তো জলই লাগে।
আবার বরফ গলাতে লাগে সেই তপ্ত আগুন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।