ফিকে রং ...
- সৌম্যকান্তি চক্রবর্তী

আমি তো তোকেই চেয়েছি রে
আমার হৃদয় মাঝে ...
উৎসবে শোকে আনন্দে দুঃখে
আমার প্রাণের কাছে ...

অনেকদিনের কালের প্রবাহে ভেসে ..
থিতু হয়েছিনু শুধু তোর কাছে এসে ;
দিক ধরা দিল তোর ভালোবাসায় ..
আলো জ্বেলে দিলি সুন্দর হাসি হেসে ,

তবু ও শ্রী তোর মনে কেন ওঠে ঝড় ..
আমাকে কি তুই ভাবিস এখনো পর ?
সত্যি করেই বল্ না আমায় কন্যে ..
আনব কি চাঁদ তোর ও হাসির জন্যে ?

তবে চল্ যাই সকল পাওয়ার দেশে ..
কচিপাতা রং জাদুর ভেলায় ভেসে ,
চিকন মেঘের রামধনু রং আবিরে ..
মন খারাপের ফিকে রং যাবে মিশে !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।