ভালবাসা সমাচ্ছন্ন একাকী নদী
- দেবজ্যোতিকাজল - বৃষ্টি কথা
আমি ভালবাসাকে বিকোতে চাইনি ।
গ্রহন করেছিলাম নতজানু আগুনে
কলম , কালি বিপন্ন সাদা কাগজ
প্রানপাতে কবিতা , গল্পে খুঁজেছি ,
খুঁজেছি রূপকথা , সমাচ্ছন্ন একাকী নদী
:
দৃঢ় রোদ্দুর , পাহাড় ভেজা মেঘ
থালা ভর্তি বিষ্টি ,উঠোন জুড়ো বসন্ত
গাছ পাকা রঙিন পাতা-
আমার বুকমাঠ জুড়ে 'তুমি' , খিলখিলিয়ে ঝরতে ।
:
এই 'আমি'-
তোমার কপাল ছুঁয়ে বলছি ;
তিন সত্যি , বিকোব না বলেই লাল টিপ নদী
দু'হাত বাড়িয়ে মহুয়াবন ছুঁয়ে নিজেকে চিনিয়েছি
:
সরল নিয়ম , অদৃশ্যে উড়ে যায় সময়
সারাজীবনের কথা , কখন বলব জানিনা , তাই-
আলোর গুঞ্জনে কান পেতে
স্তব্ধ ঘুম ছায়ায় মৌনী হই ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।