এসো কলঙ্কের বিজ্ঞাপন দেই
- দেবজ্যোতিকাজল - কবি সম্মেলন ( কলকাতা)

নার্সিসাস চোখে
আজও কেন বেঁচে আছি
তা তুমিই সবচেয়ে ভালো বলতে পারবে ৷

লিপস্টিক আইলাইনার
ফেসওয়াশ
ফেসপাউডার
নেলফাইল
সানস্ক্রিম
টিভি-র বিজ্ঞাপনে ছিল ৷

পুজো স্পেশাল জন্মদিন
ভ্যালেনটাইন ডে
আমাদের অঘোষিত-
ম্যারেজ ডে-তে রক্তাক্ত হোমাগ্নি-
আমার দেওয়া উপহার ছিল ৷

সোনাতন দুপুরে কাঁকড়ময় মেঘের
উল্টো দিকে তোমার
কলঙ্কিত বিজ্ঞাপন
আমার বাঁ-হাতের আঙুল
জুড়ে রয়ে গেল ৷

আজও এ সত্য বহমান স্থবিরতা
তোমার ড্রেসিং টেবিলের আয়নায়
দৃশ্যমান হয়ে থাকা-
এলোমেলো টিপের পাতায়
তুমি তোমার
আঁচে ঝলসে দিলে ধূপ গন্ধে
আমার ঠোঁট, চিবুক,
লোমশবুক
তারপর…..শিশ্নচুম্বন….
:
তোমার নিথর
ঠোঁটে নীল নক্ষত্রের পারফিউম
সমুদ্র ফেনায় ফেনায় মুগ্ধ সময়
ভিক্ষা দাও বিষ ছোবলে
জীবন থেকে জীবনের
দৌরাত্ম্যে যেতে যেতে
যার বিভায় প্লাবিত হয়ে
সমস্ত পৃথিবীকে যে ,
তুচ্ছ ভাবতে পারে
মৃত্যু আমন্ত্রণে তাকে….
কোন ভালোবাসা মুগ্ধ
করেছে
উপচে পড়া থৈ থৈ বুকে
তাতুমিই
সবচে ভালো বলতে পারবে….


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।