ঘুমন্ত পৃথিবী
- moshi96 ১৪-০৯-২০২৪

ঘুমিয়েছে আজ
জেগে ওঠা সেই আসার আলো
কোনো দিন আর না জাগিবার বাসনায়।
জেগেছিলো সে কোনো এক শ্রাবনো বরর্ষার প্রথম প্রহরে,
ঘুম জরানো চোখে দেখে ছিলো সে জেগে উঠিবার বাসনা,
ভালোবাসার নীল-ছলনা ভালোবেসে সাগর সমান উত্তপ্ত ঢেউ লয়েছিলো তাহার দুনয়নে......
জেগেছিলো সে কোনো এক দিন....
স্বপ্নের মাঝে স্বপ্নকে ভালোবেসে সকলের তরে নিজেকে না চিনিয়া ,
নিজের ভুলে ভুলিয়াছে আজ সবি।
মোম বাতির ন্যায় মোম ফুরিয়ে নিভে যায় আলো,
আসা ফুরালে নিভে গিয়ে আলো সবি হয় আধার কালো,
তাই সে ঘুমিয়েছে ,
আর না জাগিবার বাসনায়।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।