ক্ষুধার্তে শব্দ ভাঙ্গে
- দেবজ্যোতিকাজল - বিরল বাতি
:
আঘাত খোঁজে কবিতা
কবিতার কাছে -
বিশ্বাসের দু'হাত পেতে
রাত-দিন আশ্চার্য অনুভবে লুটিয়েছি
নিজের মিহিবালি প্রার্থনাতে ,
অবৈধ লেন-দেন সরাতে
::
আমার কোন দুঃখের কথা নেই
নেই ভিন্ন , ভাষার অনুবাদ অস্পষ্ট ক্রমশ
খুন , ধর্ষণ , রাজনীতি সমাজ জীবনের-
অভিশাপ থেকে ঝড়ে গিয়ে ঘুমন্ত-
গণতন্ত্র এক-পা দু'পা'য়ে এগুচ্ছে
প্রার্থনা বা আকুতি কবিতার ভাষা নয়
বোঝবার আগেই ছন্দের সারিসারি
তালগাছে বাবুই পাখির বাসায়
শিশু পাখিটি ক্ষুধার্তে শব্দ ভাঙে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।