একমুঠো হৃদপিণ্ড
- দেবজ্যোতিকাজল - বৃষ্টি কথা
আমার পিঠে বালিকার বুকের চিহ্ন
চোখে চুম্বন ঠোঁট
ভালবাসা প্রাচীন উল্কার মত
বায়ু শূন্য সীমানা ঘেসে ।
:
সাঁতারু আশাগুলো
সাঝ রাতে ঝাঁক বেঁধে সপ্তর্ষি
শুকতারাকে ছুঁয়ে দীপ্তমান
ভাতঘুম স্বপ্ন ছায়া সারারাত ।
:
ভালবাসা প্রেম পেলে
জ্বলত জ্বলতে সূর্যপোড়া ছাই
ঢিবির মত বাল্মীকি
একমুঠো হৃদপিণ্ড প্রেমময় ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।