ক্লান্ত
- ফয়েজ উল্লাহ রবি

শহর কেন্দ্রীয় ব্যস্ত জীবন হাঁপিয়ে উঠে মন
একটু অবকাশ, মুক্ত আকাশ, নির্মল বাতাস চাই
যেখানে মিলে ক্ষতি কি যেতে রাজি গয়া-কাশি
খুঁজে বৃন্দাবন সদায় এই জীবন, এতটুকু হাসি।

কোলাহল নানা আয়োজন ব্যস্ত সারা শহর,
আনন্দময় সাজে হাসি খুশি সেজেছে নগর
সবাই নিজের ভেতর রাখেনা অন্যের খবর
ক্লান্ত আমি আর পারিনা, চাই এতোটুকু অবসর।

সোমবার ৩০ ফাল্গুন ১৪২২
১৪ মার্চ ২০১৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।