মানুষ কতোটা নীচে!!
- ফয়েজ উল্লাহ রবি
কিছু মানুষ আর নেই মানুষ,
পশুত্বে হয়ে গেছে বেহুঁশ,
ভুলে নিজ পরিচয়,
হতাশায় নিমজ্জিত,
হয়ে গেলে অসুর।
কি করে এতোটা পাষাণ
হলোরে তোর অন্তর হারালি হুঁশ
ছোট্র শিশু, কি ছিল তার দুষ ?
ছোরার আঘাতে ক্ষত করলি গতর
কি জবাব দিবি মানবতার ?
তোরে মানুষ বলে ডাকতে
আমার লাগে মনে আঘাত।
সোমবার ৩০ ফাল্গুন ১৪২২,
১৪ মার্চ ২০১৬
গত কাল ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন আচারগাঁও (নাথপাড়া) গ্রামে। পারিবারিক কলহের জের ধরে নিষ্পাপ শিশুকে ছুরিকাঘাত করেছে আপন চাচা !!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।