দাগ
- ফয়েজ উল্লাহ রবি

একশত সাতাশটা বুলেটে ঝাঁঝরা করে দাও।
বল ? বুকের পাঁজরের ব্যথা যাবে কি কমে
চুয়াল্লিশ মিনিটে ঘা শুকাবে কি ?
শান্তি চুক্তির কাগজে রক্তের দাগ
কলমের কালি হলো খালি
সংবিধানের নামে গালি।
আর্ত চিৎকার!! মূক বধির প্রজাতন্ত্র।
শোনবে কে আমার কথা, বলি কি করে
অপেক্ষার প্রহর কাটছে জনম ধরে,
বাঁচার আশা এতোটুকু নেই অন্তরে
তবু বেঁচে আছি অযথা অনাদরে
বুলেটে ঝাঁঝরা হবে কি ? মৃত আত্মা!
যে চুয়াল্লিশ বছর কাটে অপেক্ষায়।

সোমবার ৩১ ফাল্গুন ১৪২২, ১৪ মার্চ ২০১৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।