শিশু
- ফয়েজ উল্লাহ রবি
যে শিশু অপেক্ষায়, মাতৃগর্ভে আগমান ধরায়
ভয়ে আছে আসবে কি ? না আসবে ভাবনায়।
হয়তো ফিরে যেতে চায়, হে অনাগত সন্তান ?
আমি বলি ফিরে যেওনা, এসো আগ্নেয়গিরি হয়ে
ঊষার আলোয় আলোকিত করো ধরণী
ওয়াদা! তোমার জন্য রেখে যাব---সুন্দর পৃথিবী।
ভয় নেই, এসো একা নয় তুমি, আমরা আছি পাশে
যতোই আঁধার, দূর করে পৌছে যাব শান্তির কাছে।
ক্ষোভ আকাশ সমান, তবু জীবন চলবে জীবনের গতিতে
আসুন সবাই মিলে সাজাই সুন্দর পৃথিবী।
বারুদের গন্ধময় চারপাশ, জননীর আর্ত চিৎকার
আগামীর শিশুর জন্য, আবাস নয় এ গুলজার।
সাজাই নতুন করে, হে অনাগত শিশু স্বাগতম তোমায়,
ধুলার ধরণী তপ্ত মরু বিশাল আকাশ।
পাবে একটু খারাপ, কিছু মন্দ মানব, মানুষ নামের দানব,
ভয় নেই, তবু এসো, তোমার জন্য
ফুল-পাখিতে সাজাবো গুলবাগ গুলশান।
মঙ্গলবার, ১ চৈত্র ১৪২২,
১৫ মার্চ ২০১৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।