মশাল
- ফয়েজ উল্লাহ রবি
ব্যর্থতা থেকে উঠে দাঁড়াও,
সামনে ঊষার আলো,
নব প্রভাত ডাকছে তোমায়
চলো হারাবে কালো।
আকাশ হয়ে মুক্ত করো
বাতাস হয়ে সুবাস,
নদী হয়ে বয়ে চল
যতো পরাজয় হতাশ।
দূর করে দাও অন্ধকার
হাসি ফুটুক আবার,
তুমি সেই শান্তির আকার
শান্তির দূত সবার।
মশাল হাতে এগিয়ে চলো
ছড়াও আঁধারে আলো
মন্দ পালাবে তুমি এলে
প্রদীপে আগুন জ্বাল।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।