কুলখানি
- ফয়েজ উল্লাহ রবি

কুলখানি আজ, পরশু তুমি ছিলে
এক বিশাল শূন্যতা রেখে চলে গেলে,
তোমার যাওয়া হয় না বিশ্বাস, মনে
একেলা গেলে, নিলে না আমার সনে।
হঠাৎ যদি যাবেই চলে এমনি করে
আশায় জাগালে কেন ? জীবন ধরে
ভাবনি!! বাঁচবো কি করে তোমায় ছেড়ে
জীবন্ত আমিও যাবো যে মরে।
এতো হাসি এতো আনন্দ এক নিমিষে শেষ
গোপন রইল অনেক কথা, হইলনা পেশ,
চলে গিয়ে তুমি, আছ কি বেশ
দুঃখের সাগরে আমার হলো প্রবেশ।
কাঁদায়!! রেখে যাওয়া তোমার স্মৃতি
ভুলিনি তোমায় হবে না কভু ইতি,
কতোটা হারিয়েছি, বুঝেছি কতোটা ক্ষতি
তুমি হীন ঠিক নেই, আমার জ্ঞান মতি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।