সূর্য সন্তানেরা
- রুহুল আমীন রৌদ্র

এইখানে,
বুকের ঠিক মধ্যস্থলে,
দুঃষহ যাতনার এক রক্তাক্ত লোহিত প্রাচীর !
বিক্ষোব্ধ তেজীয়ান রক্তগুলো,
প্রাচীর চুঁয়ে গড়েছে এক বধ্য লেক।
কভু কি কান পেতেছো,
রায়ের বাজার বধ্যভূমির সেই রক্তাক্ত প্রাচীরে ?
শুনেছো কি তার করুণ আহাজারী ?
বরেণ্যদের পাঁজর ভাঙা কুঁড়মুঁড়ে আওয়াজ ?
ভেবেছো কি কখনো ?
মস্তক হতে মগজ ছিঁটকানো,
কতটা দুঃষহকর ?
ওরা হাসিমুখে সয়েছে সবই,
একটি স্বাধীন সূর্যোদয়ের তরে।
জমাট বাঁধা রক্ত মাংস,
আজও কি দেখেছে কভু,
সেই পূর্ণ স্বাধীনতা ?
যে প্রভাতে ওরা গেল চলে,
স্বাধীন সূর্য হেসে উঠেছিল ওদের,
তেজস্বী রক্তে জ্বলে।
ওহে বঙ্গের সূর্য সন্তানেরা,
তোমাদের তরে অজস্র সালাম
বুকের প্রাচীরে খুঁদাই করা চিরতরে,
তোমাদেরই নাম।

---০---


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।