নেই
- ফয়েজ উল্লাহ রবি
হাত নেই পা নেই
নেই চোখ মুখ,
মূক বধির সেই
দেখে না সুখ দু'খ।
জ্ঞান নেই বোকা
হারায় অযথা
পদে পদে ধোঁকা
খায়, যথা-তথা।
চোখ রাঙ্গায় রাজা
সে পালিয়ে বেড়ায়
পায় শুধু সাজা
শেষে সব হারায়।
তাকে বলে জনগণ
বুঝে না সে শাসন
অন্ধকার হয় জনপদ
বুঝে শুধুই আসন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।