তোমার কান্না
- সৌম্যকান্তি চক্রবর্তী
চোখের জলে যদি
তৈরী হত নদী ,
কি হত বল তাহলে ?
নৌকা ভাসাতাম
সেই নদীর জলে ;
সেই নৌকা বেয়ে ,
কত সাগর পেরিয়ে
পড়তাম মহাসাগরে !
তোমার কান্না সার্থক হত
আমায় নাবিক করে !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।