সবুজ সঙ্কেত ..
- সৌম্যকান্তি চক্রবর্তী

হে কবিতা তুমি নিস্পন্দ কেন ?
কোন অদ্ভুত শীতলতায় তুমি বাকশক্তিরহিত ?
তোমার হৃদয় ,ফুসফুস , যকৃত কি
কার্যক্ষমতা হারাল ?
নাকি তুমি অভিমানাহত করে নিঃশ্বাস
বন্ধ করে রেখেছ ?

চেয়ে দেখো বসন্ত তোমার জন্য
কিভাবে নিজেকে সাজিয়েছে ..
পলাশ , শিমুল ফুলে কেমনভাবে
নিজেকে রাঙিয়ে নিয়েছে ...
কোকিলা বধূ তোমাকে কেমন
কাতরভাবে আহ্বান করছে ..
আর তুমি কিনা ঘরে দোর দিয়ে
বসে আছো ?

ও কবিতা , ঠুনকো অভিমানে
নিজেকে সরিয়ে রেখো না !
আমার হৃদয়ের উপত্যকায়
একবার প্রবাহিত হয়ে দেখো না !
তোমার সুন্দর বিভাজিকা
আবার অনুপম মায়ামোহ সৃষ্টি
করে চলুক , হৃদয়ের দ্বার খোলাই
আছে , তুমি একবার প্রবেশ কর !

ও কবিতা , মহেশের জটা থেকে
যেমনভাবে ভগীরথ সুরেশ্বরী
গঙ্গাকে আনয়ন করেছিলেন এই
ধরণীতে , তেমনিভাবে আমিও
তোমাকে আমার হৃদয়তটে বইয়ে
নিয়ে যেতে চাই , শুধু তোমার
সবুজ সঙ্কেতের প্রতীক্ষা ....


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।