বাম দিকে তাদেরি তাল গাছ সারি সারি
- অরুণ কারফা
বাম দিকে তাদেরি তাল গাছ সারি সারি
তারি উপর জলদ ঢালছে দরদ
বারি যায় ঝরে ঝিরি ঝিরি;
ডাইনে রুক্ষ মরু মিথ্যে বৃক্ষ তরু
তার প্রতিচ্ছবি অলীক মায়াবী
কাঁপে ঝোড়ো হাওয়ায় থিরি থিরি;
কোন পানে যে যাবে, কে তাদের বোঝাবে
প্রকৃত খবর ভেসে, চকিতে কি আর আসে
তাই দুই দিকেই চায় ফিরি ফিরি।
আরো ধর, শত্রু সামনে আছে বসি হাতে নিয়ে অসি
অবশ্যই সে রক্ত ঝরিয়ে প্রাণটারে নিলে হবে খুশী
এক পা এগোলে সবই কৃষ্ণ-কালো;
এবার ভাব, সম্মুখে হাতছানি দিচ্ছে সাম্যের ভবিষ্যৎ
কণ্টকময় হলেও যেটা কিনা সকলের আকাঙ্ক্ষিত পথ
দুই পা এগোলে শুধুই ধবল আলো;
কি করা যায় এমতাবস্থায়
যেমন ছিল তেমনই থাকা যায়
নাকি একটু পিছিয়ে যাওয়াই ভাল?
অতঃপর তারা মনস্থির করে, সামনের দিকে জোরে পা চালাল
যাতে অবশ্যই কিনা ক্ষুন্নিবৃত্তি হয়ে, পেল তৃপ্তি যুগল ও,
উত্তরসূরি দেখতে পেল মেরুপ্রভাকেও অতি ঝলমল?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।