ক্ষমা করো না, তনু
- ফয়েজ উল্লাহ রবি

ভেঙ্গে দে লোহার কপাট
মুষ্ঠি বদ্ধ হাতে রাখ হাত
চল রাজ পথে রক্ত ঝরাই
মিছিলে করবো কুপোকাত।
অন্যায় করে দূর, বাজুক সুর
আঁধার তাড়িয়ে ঊষার আলো
দূর হউক যতো মন্দ কালো
চল পায়ে পায়ে দাবী নিয়ে
ফাঁসি ছাড়া মানি না অন্য কিছু
হবো না কভু আমরা পিছু।

তনুদের যাবো না ভুলে, দেখছি যেন ফুলে ফুলে
হাসছে ওরা আরালে লোকায়ে, অট্র হাসি মুখে ফুটে
মানবতা হারালো অনাদরে, বিচারের বাণী নীরবে কাঁদে
"মোরা নিয়ে অপবাদ, জীবন ভবে অপমান
যদি না পারি দিতে তনু তোমাদের মান"
ক্ষমা করো না আমাদের আমরা অসহায়
হাত বাঁধা, চোখে কালো কাপড়, মূক বধির
বলার নেই অধিকার।
রাষ্ট্রযন্ত্র অচল গণতন্ত্র জাদুঘরে
বিচায় চেয়ে পাবোনা মনে হয়
কেন না "শষ্যের মধ্যে ভূত" বিরাজ করে
আইনের বই বন্ধ চিরকাল মোড়ানোই রয়।

১১ চৈত্র ১৪২২, শুক্রবার ২৫ মার্চ ২০১৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।