দিনগুলো
- তানজির উদ্দিন - ছুঁ ছুঁ

হারানোর গীত গাহিয়া
দিনগুলো গেল ।
সময়ের গতির পানে চাহিয়া
মোর দিনগুলো গেল ।
নিরুপায় এখন নিরুপায়
সময়ের গতির পানে চাই ,
দুর্বার বেগে চলিছে মহাকাল
লুকাইছে সে জীবনের আকাল-
পথে পথে
এবার বিপন্ন জীবনের পথে;
হায় গেল
মোর সে দিনগুলো যে গেল ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।