বর্ষন শেষে
- তানজির উদ্দিন - ছুঁ ছুঁ

প্রহরে অনেক প্রহরের অব্যক্ত ক্রন্দন শেষে
থামিলে কর্দমাক্ত বর্ষা বধু নূতনের বেশে ,
আজ এ বেলায় ।
সিক্ত নীলাম্বরী ছুঁয়ে এক শান্তিময় তল্লাটে
বর্ষা বধু নাবিছে সিক্ত শাড়ীর ওড়ানো ও পাটে ,
আজ এ বেলায় ।
ওগো বর্ষা বধু
তব ও চপল পথে,
ওগো বর্ষা বিধু
তব ও চঞ্চল পথে-
শান্ত মধুময় স্নিগ্ধতায় আজিকার এ বেলায়
বর্ষণ শেষ মঞ্জুরী বিকশিত হইলে এ বেলায় ।
বর্ষণ শেষের বেলায় ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।