হারানো দিনের পুরানো স্মৃতি
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতাগুচ্ছ ১৬-০৪-২০২৪

হারানো দিনের পুরানো স্মৃতি
আজও মোরে শুধু কাঁদায়।
বিকেল হলে হা-ডু-ডু খেলা
সেই পূরানো বটের ছায়ায়।

ইস্কুল হতে বাড়ি ফিরে এসে
মায়ের হাতে ভাত খাওয়া।
সন্ধ্যাবেলায় মায়ের হাত ধরে
দূর্গা ভবানী মন্দিরে যাওয়া।

শাঁখের শব্দে জেগেওঠে পাড়া
সন্ধ্যায় মন্দিরে ঘণ্টা বাজে,
পুলক জাগে মোর মনের গহনে
কত ব্যথা লাগে হৃদয়মাঝে।

আর সব কিছু ভুলে গেছি
শুধু ভুলিনি সেই দিনগুলি,
পাড়ার মাঠে সবাই মিলে
খেলতাম রোজ ডাং- গুলি।

হারানো দিনের পুরানো স্মৃতি
আজও মোরে শুধু কাঁদায়।
দিনের শেষে আলোক লুকায়
সেই পূরানো বটের ছায়ায়।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।