অলক্ষ্যে প্রণয় জানিয়ে
- অরুণ কারফা

অলক্ষ্যে প্রণয় জানিয়ে
চুপিসারে পালাতে গিয়ে
ধরা পড়লাম প্রিয়ে
যেদিন প্রেমের জালে,
সেই দিনটা থেকে
আজও থেকে থেকে
প্রতিটা মূহুর্তই ডেকে
শুধুই সেই কথা বলে।

তোমায় জানাব বলে
নানান ছলেকলে
মালা বানিয়ে ফুলে
পত্র পাঠালেম মানিনী,
জানিনা তুমি পড়ে
কি ভাবলে উত্তরে
কারণ এতদিন ধরে
প্রত্যুত্তরই পাইনি।

তবুও আশার কথা
লোকমুখে শোনা গাথা
তুমি পাও আজো ব্যথা
আমায় ভেবে সর্বদা,
তাই ফুলগুলো ঘরে
রেখেছ অমলিন করে
সাজিয়ে সারে সারে
তারাই বইছে বারতা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।