ছায়ায় ঘেরা আমার গাঁ
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতাগুচ্ছ
ছায়ায় ঘেরা ঐ আমার গাঁ,
এই গাঁয়ের মাটি আমার মা।
বাঁশবাগানের বেড়ার ধারে,
কাশীরামের পুকুর পাড়ে।
গোয়ালাপাড়ার পথের বাঁকে,
কুকুরগুলো ধুঁকতে থাকে।
রোজ সকালে পাড়ার ছেলে,
বটের ছায়ায় বসে খেলে।
ময়রা বুড়ি বসে দোকানে,
পাড়ার বউরা ধান ভানে।
গ্রাম ছাড়িয়ে মদের দোকান,
তারপরে ওই গরুর বাধান।
অজয় নদীর বালির চরে,
সাদা বকেরা খেলা করে।
উদোম গায়ে গামছা পরে,
জেলেরা সবাই মাছ ধরে।
মেয়েরা সব কলসী কাঁখে,
জল নিয়ে যায় নদী থেকে।
নদীতে পার হয় গোরুর গাড়ি,
সারা গাঁয়ে লাল মাটির বাড়ি।
বেলা পড়ে আসে বিকেল হলে,
পশ্চিমপানে সূর্য পড়ে ঢলে
দিনের শেষে সন্ধ্যা হয়,
গাঁয়ে শীতল হাওয়া বয়।
সাঁঝআকাশে তারা ফোটে,
নীল গগনে ঐ চাঁদ ওঠে।
ছায়ায় ঘেরা ঐ আমার গাঁ,
এই গাঁয়ের মাটি আমার মা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।