ধ্বংস
- ফয়েজ উল্লাহ রবি

যদি ধ্বংস করিবে সর্ব নর, না যাচিয়া নারী
তুমি আমি কেউ আসতাম না জগতে স্বর্গ ছাড়ি।
এই পৃথিবীর আলো বাতাস দেখতাম না চোখ মেলে,
মন্দ লোকের আঁড়ালে ভাল লোক খুঁজে না পেলে।

ওরা মানুষ নয়, (পশু!! তাও ভাল) তারা নয় নর,
তাদের কাছে কেউ নিরাপদ নয়, আপন কিংবা পর।
শুধু বধ করো উহাদের, যারা সদা ধর্ষণের নৃত্য রচে,
পিষিয়ে মারো সব্বাই মিলে, তবেই মানবতা বাঁচে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।