সহজেই অস্বীকার করা যায়
- শাওন সারথি - অতি প্রাকৃত
আমার মতো পুরুষকে কে কি
ভালবাসা এতটাই সহজ?
এতোটাই সহজলভ্য আর সাধারণ?
যে পৃথিবীর যে কোন নারী
ইচ্ছে হলেই যখন খুশি তখন
যেমন ইচ্ছে তেমন করেই
ভালবাসতে পারে?
আমি বলব না।
এতো সহজেই ভালোবাসা যায় না।
তবে খুব সহজেই অস্বীকার করা যায়!
কারন আমি কবি।
আর তাই আমাকে ভালবাসতে হলে,
ভালবাসতে হবে ফুলকে।
অর্জন করতে হবে কণ্টক পিষ্ট করে
ফুল ছিনিয়ে আনার ক্ষমতা!
আমাকে ভালবাসতে হলে,
ভালবাসতে হবে সবুজ বৃক্ষ।
তার নিচে এই মৃত্তিকা।
তবেই আমাকে ভালবাসা যায়।
আমাকে ভালবাসতে হলে,
নির্ঘুম কাটাতে হবে অনন্ত রাত,
প্রতীক্ষার অগ্নি গর্ভে বিলীন হয়ে
পুড়ে পুড়ে তারপর খাঁটি হতে হবে।
আমাকে ভালবাসতে হলে,
সাঁতার কাটতে হবে স্থির জলে,
যে জল তরঙ্গায়িত হয়নি কখনো।
তবেই আমাকে ভালবাসা যায়।
আমি কবি বলেই
আমাকে ভালবাসতে হলে
ভালবাসতে হবে কবিতা।
প্রতিটি কবিতা যেরূপে নিষ্পাপ,
ভালবাসতে হবে ঠিক সেই রুপেই।
আর তখনই খুব সহজেই
আমাকে ভালবাসা যায়।
আর তাই আপনি খুব সহজেই
আমাকে অস্বীকার করলেন।
আর পরাজিত সৈনিকের মতই
পালিয়ে এলেন যুদ্ধের ময়দান থেকে,
অথচ ভালবাসার দুঃসাহস দেখালেন না!
কারণ আপনিও জানেন
আমার মতো কবিকে ভালবাসা
এতটা সহজ নয়
যতটা সহজ অস্বীকার করা!
........শাওন সারথি২.৯৬৫'.........
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।