শীত
- ফাইয়াজ ইসলাম ফাহিম

কনকনে শীত
বইছে মৃদ্যু হাওয়া,
গরীব লোকের এটা
অভিশাপ এর মাধ্যমে
প্রমাণ যায় পাওয়া।

নাই কাপড়
নাই কম্বল!
নাই যে ঘর-বাড়ি
কোথায় গিয়ে মাথা গুজাবে
সবাই দেয় তারে তাড়ি?

শীত!শীত!শীত!
গরীব লোকের রোগ,
শীত এলে
গরীব লোকের
বেড়ে যায় মরণের শোক?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।