শান্ত দিনের মুগ্ধ করা প্রভাতে
- তানজির উদ্দিন - ছুঁ ছুঁ

শান্ত দিনের মুগ্ধ করা ও প্রভাতে হেসে
বধু ,সাজিলা এ কোন বেশে !
চপল পায়ের ও উচলানো আবেগে
খেলে দুলে হেলে ফেলে নব বেগে ,
সঞ্চারিল তব ও শান্ত বদন খানি
প্রভাতের ও রক্তিমে একক্ষণে আনি ।
শান্ত দিনের ও মুগ্ধ করা প্রভাতে
বধু সাজিলে এ নব নব আনন্দেতে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।