অদ্ভুত আভাস
- সৌম্যকান্তি চক্রবর্তী

প্রাণের জ্বালা জুড়িয়ে দিলে হে শীতল তপন ...
আনলে ধরার মাঝে শীতল বারি ...
শুষ্ক দেহ আর্দ্য হল জলধারায় ত্বরায় ..
কবির মনোমাঝে কাব্যরস বপন ,

ওদিকে শিলার ঘাতে বৃক্ষরাজি ত্রস্ত ..
কৃষক ভ্রাতা দৈন্যতায় আজ সন্ত্রস্ত ,
ফল ব্যবসায়ী আর ফসল বিক্রেতা ...
ক্ষতির মুখে তাদের সে সুখ দুঃখে পরিনত ..

মানুষের ধরাধামে অদ্ভুত খেলা ,
কারোর মুখে হাসি, কারো দুঃখের মেলা ,
একই পৃথিবীতে এই দুরকম আভাস !
কারোর যখন পৌষমাস , কারোর সর্বনাশ !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।