পিতৃভূমি ...
- সৌম্যকান্তি চক্রবর্তী

কতদিন যে দেখিনি দুচোখ জুড়ানো
গ্রামের সরনী , পুকুরে ফুটে থাকা
শালুক , পদ্ম .. আর পাইনি হঠাৎ
হয়ে যাওয়া এক পশলা বৃষ্টিপাতে
সোঁদা মাটির গন্ধ ... কতদিন অনুভব
করিনি গন্ধেশ্বরের মন্দিরে গাজনের
মেলার সেই অপূর্ব মাদকতা , কতদিন
যে দেখিনি গ্রামের মানুষের সেই
অকৃত্রিম সারল্য ... কতদিন যে হাঁটিনি
সেই আদিম অন্ধকারময় পথ ...সেই
স্মৃতিগুলো বার বার মানসচক্ষে ভাসে ..
সেই পুকুরে স্নান করতে যাওয়া ,
গ্রামের মেঠোপথ ধরে হাঁটা , সেই
প্রাকৃতিক দৃশ্য যেন বারংবার হৃদয়পটে
অবলোকন করি , একদিন আবার যাবো
সেই পিতৃভূমিতে যেখানে আমার
শৈশবের একটা অংশ অতিবাহিত করেছি ..


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।