স্থায়ীত্বহীনতা
- ভ্রান্ত বিলাস - আদরের উপবাস

ব্যাকরণহীন ভালোবেসেছি
ইচ্ছের আলোতে পথ চলতে গিয়ে-
ব্যাকরণে বাঁধিনি নিয়মে শৃঙ্খলিত করিনি
কাউকে কিছুকে।
তাৎপর্যহীন সম্পর্কের স্থায়ী ভীত্
রচিত হয় অপুষ্ট হিয়ায়।
ভীত কেঁপে ওঠলে
দুমড়ে মুচড়ে যায় হিয়া
রক্তাক্ত ক্ষত জবা হয়ে ফোঁটে
সেই জমিনে।
জানি
আমার মৃত্যু কারও মনে
কাটবে না দাগ
সরল বহমান নদীতে ধরবে না বাঁক।
হারাবে না কেউ জীবনের উচ্ছ্বাস
শুধু সাড়ে তিন হাত মাটির নাভীশ্বাস
আর প্রকৃতির রূঢ় উপহাস।
তোমার
ব্যর্থ
দীর্ঘশ্বাস।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।