আমি তোমাকে ভালবাসি
- ওমায়ের আহমেদ শাওন - প্রেমকাব্য

বোকা ?
ভীতু ?
পাগল ?
ভালবাসা বোকা, ভীতু, পাগলের জন্য না।
তুমি কি ভাব ?
তিনটি রূপ আমার মাঝে ?
তবে তাই ধরে নাও।
কেন জানো ?
বোকারা সহজভাবে বিশ্বাস করে
ভীতুরা অপরাধ করতে ভয় পায়
পাগলরা নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলে।
আমি
সহজভাবে বিশ্বাস করে
তোমাকে
মেয়েদের প্রতি দূর্বলতা দেখাতে ভয় পাই
ভালবাসি
তাই নিজেকে তোমার মাঝে হারিয়েছি।
আমি তোমাকে ভালবাসি


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।