ভালবাসা কী ?
- ওমায়ের আহমেদ শাওন - প্রেমকাব্য

ভালবাসা কী ?
ভালবাসা মানে কী পৃথিবী ?
নাকি পৃথিবী মানে ভালবাসা ?
ভালবাসা মানে কি সুখের মাঝে স্বাদ নেয়া ?
নাকি স্বাদ নেয়ার নামে মহামান্বিত্ব করতে যেয়ে আত্মদান ?
ভালবাসা মানে কী অর্থবোধক শব্দের,
কখনো ভাষার প্রায়োগিক ব্যবহার
কখনো নিরর্থের হেরফের ।

ভালবাসা কেবলি ভালবাসাই ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।