মন্দ
- ফয়েজ উল্লাহ রবি

মসজিদ মন্দিরে ঠেকিয়ে শির করো জুতা চুরি
ঘুষ সুদ খেয়ে খেয়ে করলে বড় তোমার ভুঁড়ি।
মিথ্যে ছল ছাতুরীতে নেই যে তোমার জুড়ি
অসহায়ের উপর দেখাও রাগ, করো সিনাজুড়ি।
কাপুরুষ তুমি, কেন শক্তের ভক্ত নরমের যম
নিজের বেলায় ষোল আনা, নয় এতটুকু কম।
কি দিবে জবাব ? যখন জিজ্ঞাসিবে র'বে
গোপন র'বেনা তোমার পাপ, জানবে সবে।
সময় থাকতে আজি ধরো, সত্যের পথ তুমি
সকল ভাল-মন্দের খবর রাখেন অন্তর্যামী।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।