শিরোনামহীন
- সৌম্যকান্তি চক্রবর্তী
মৃত্যু তুমি চিরন্তন , তবু অকস্মাৎ
আগমনে , বেদনাহত অসহায় প্রাণ
প্রবোধ পাবে কেমনে ? অপরাধহীন
শঙ্কাবিহীন নাগরিক সাধারণ !
বুঝবে কি করে এই ধরাধামে
আজ অন্তিম ক্ষণ ? প্রযুক্তি আজ
দুর্নীতিবাজ মানুষের করায়ত্ত ,
অর্থের লোভে উড়ালপুল আজ
হয়ে গেছে বিধ্বস্ত ... অসংখ্য
লোক অজস্র শিশু শতাধিক নরনারী ,
হতাহত সেই চাঙরের নীচে ...
হিসাব নেই যে তারি ...
রক্তস্রোতে , আর্তনাদে মুখরিত চারিধার ,
মানবতা অতি বিপন্ন আজ ....
নেই যে কিছুই বলার ..
হতাশায় আর মনোবেদনায়
আঁধার হয়েছে মন !
উন্নতি আর চাই না আমরা ..
চাই যে সুস্থ জীবন ..
হারিয়েছে যারা সেই সে বিপদে ..
জানাই তাদের শ্রদ্ধা ,
হায় ভগবান জাগ্রত করো
সবার বিবেকবোধটা ...
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।