অপেক্ষা
- ফাইয়াজ ইসলাম ফাহিম
প্রিয়তমা আর কতকাল
দুঃখ দিবি বল,
তোর জন্য হিয়া কাঁদে
চোখ করে ছল-ছল।
আমি বুঝিনে
কি নাই আমার মাঝে,
তোর আশায় পথের বাঁকে বসে থাকি
সকাল-দুপুর-সাঝেঁ।
আজ যায়,কাল যায়,
যায় মাস-বছর,
তবু তোর আশায় থাকি
কোনদিন হবি মোর।
কিন্তু প্রতীক্ষার প্রহর
বেড়েই চলছে
হচ্ছে না তবুও শেষ,
তোর আশায় বসে থাকব
যতক্ষণ আছে শেষ নিঃশেষ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।