শেষ বিকেলের ছেলে
- ফাইয়াজ ইসলাম ফাহিম
আজ বসন্তের ফুলের মাঝে
খুজি তোমার ছায়া,
কোন বাঁধনে বাধলে তুমি
এ কোন জাদু মায়া।
আজ তোমার পানে
চেয়ে রইব,
কোন না কোন ছলে
তুমি আমার প্রথম দেখা
শেষ বিকালের ছেলে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।