অস্তপাড়ের গান
- শাওন সারথি - যে কথা বলিতে অঙ্গ মোর দায়

কে মোরে আজি ফিরালি?
ছিলেম লুকিয়ে সন্ধ্যা তারায়,
প্রভাত রবির কিরণ ধারায়,
এই মন্দির ঘণ্টা দেখালি!
কে মোরে আজি ফিরালি?
তোমারি চরণে দিয়াছি যাহা,
চাইনিতো কখনও ফিরিয়া তাহা!
দিয়াছি যাহা একেবারেই দিয়াছি,
মোর দুহাত ভরি খালি!
কে মোরে আজি ফিরালি?
ছিলেম তাকিয়ে গগনও নীলে,
সাদা মেঘ হয়ে ভাসি।
শ্রাবণে শ্রাবণে কত যে
ক্ষণেরে দিলাম বলি!
কে মোরে আজি ফিরালি?
ছিলেম স্বপনে,
রাত্রিতে বিহনে।
কত যে ফানুস
একা একা উড়ালি!
দিনশেষে রাত্রি হাওয়ায়,
জাগিয়া চাঁদ সাথে জোনাকি।
তিমির রাত্রিতে আঁধারে একা একা
কেন প্রদীপ খানি জ্বালালি?
কে মোরে আজি ফিরালি?
দিয়াছিনু দেখা প্রথম ঊষায়,
প্রথম ক্ষণে প্রথম ভাষায়,
এই সবুজে কেন রে
আমায় মিলালি?
কে মোরে আজি ফিরালি?
আমিতো ছিলেম দূর পারাবারে
শূন্য কারাগারে,
জালিয়ে তোমারি দেওয়া
উৎসব রাত্রির দীপালি!
কে মোরে আজি ফিরালি?
আমিতো সখা তোমারি মধ্য,
জাগিব সদ্য!
যতকাল দেখিবে আমারি
এই অনন্ত প্রেমের মিতালী!
কে মোরে আজি ফিরালি?

........শাওন সারথি২.৯৬৫'.........


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।