আমার বাড়ি
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতাগুচ্ছ
আমার বাড়ির
উঠোনের মাঝে
আছে ছোট এক মাটির ঘর।
আমের গাছে
কোকিল ডাকে
সকাল হতে সারাদিন ভর
পথের বাঁকে,
কাক ডাকে,
আকাশে উড়ে যায় শঙ্খচিল।
গাঁয়ের জেলেরা
নিয়ে জাল কাঁধে,
ঘুবে বেড়ায় সব খাল-বিল।
আমার গাঁয়ে
তরুর ছায়ে,
গাভীরা শুয়ে বাছুরীর পাশে,
ফকিরডাঙায়
গরু চরে বেড়ায়,
রোজ সন্ধ্যায় গোয়ালে আসে।
বিকেল বেলায়
জল নিতে আসে
গাঁয়ের মেয়েরা কলসী কাঁখে।
সাঁঝের আঁধারে
জোনাকিরা জ্বলে,
বুড়ো অশ্বত্থ গাছের শাখে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।